বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ৫ মার্চ শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যার পদপ্রার্থী এ.কে.এম শামীম এর সৌজন্যে বাঁধন কারমাইকেল কলেজ ইউনিট রংপুর এর সহযোগিতায় খগাখড়িবাড়ী জনতা ডিগ্রী কলেজ, ইউনিয়ন পরিষদ, দোহলপাড়া আশ্রয়কেন্দ্রে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শত শত ছাত্র-ছাত্রী, দরিদ্র মহিলা-পুরুষ চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে জনতা ডিগ্রী কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এ.কে.এম শামীম (পৃষ্ঠপোষক) রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা ক্যাম্প, ডাঃ সফিউল হাসান শাকিল, মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারী শাখা। উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে শামিম বলেন আমি যেন জীবনের বাকী সময় জনহীতকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি। তাই আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আসন্ন ইউপি নির্বাচনে আমি একজন প্রার্থী। এ বিষয়ে সম্মানিত এলাবাসীর সার্বিক সহায়তা প্রার্থনা করছি। সেবাভোগী জাহানারা আক্তার, সামছুল, রাধিকা রানী অধিকারী, আব্দুল্যাহ, নিজাম সহ অনেকেই প্রতিবেদক কে বলেন “শামীম ভাইয়ের কোতা কয়ছেন, এইলা কাজতো অনেক দিন থাকি করে”।

Spread the love