বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় বীজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ

মো: জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ॥ “কৃষক বাঁচলে, দেশ বাঁচবে” বীজের দাম কমাতে হবে “বোরো ধান বীজ ও ভুট্টা বীজের বাজার সিন্ডিকেট ভেঙ্গেঁ দাম কমাও, বাজার মনিটরিং চালু কর, অসাধু বীজ ডিলার ও বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ কর” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা শাখার জাতীয় কৃষক সমিতির আয়োজনে গত রবিবার সন্ধ্যায় উপরোক্ত দাবীসমূহ তুলে ধওে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সরক প্রদক্ষিণ করে ডাক্টার ননী গোপাল রায়ের সভাপতিত্বে ডিমলা টি,এন,টি মোড়ে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কৃষক নেতা সিরাজুল ইসলাম, ওর্য়াকার্স পার্টির নীলফামারী জেলা সম্পাদক কমরেড বাবুল আখতার। বক্তারা উপজেলার সদর বাবুরহাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন হাটবাজার গুলোতে অসাধু বীজ ব্যবসায়ীরা ধান বীজ ও ভুট্টা বীজের কৃত্রিম সংকট স্মৃষ্টি তৈরী করে প্রতি কেজি বীজ ১০০-১৫০ টাকা বেশী মূল্যে বিক্রি বরছে। এই সিন্ডিকেটের কারণে ভুট্টা বীজ ৫ শত টাকা এবং ধান বীজ ৪ শত ৫০ টাকায় কৃষকরা খরিদ করতে বাধ্য হচ্ছে। ফলে ভিষণ ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষরা। পথসভায় অন্যান্য বক্তারা প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করে অবিলম্বে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে অসাধু উপায়ে বীজের সরবরাহ নিষিদ্ধ করতে হবে এবং এই আমন মৌসুমে বীজের সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের দৃস্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলে দাবী করেন।

Spread the love