বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় মা সমাবেশ, মেধাবী শিক্ষার্থী ও মায়েদের পুরস্কার বিতরণ।

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, মেধাবী শিক্ষার্থী ও মায়েদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে উদ্বোধন করেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। পরে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিছুর রহমান লিখনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস। বিশেষ অতিথি ইউআরসি ইনস্ট্রাক্টর রইছুল ইসলাম প্রামানিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ছকিদুল ইসলাম, অধ্যক্ষ মোসলেম উদ্দিন সরকার, আবতাবুল আলম, আরডিআরএসএর কো-অর্ডিনেটর আনন্দ কুমার পাল উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কেডি মাদ্রাসার সুপার মামুনুর রশিদ, সহকারী শিক্ষক কামরুজ্জামান মিলন, মাসুদ আলম, আবু বকর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উক্ত বিদ্যালয়ে ৬০জন মেধাবী শিক্ষার্থী ও মায়েদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত  সমাবেশে প্রায় সহ¯্রাধিক অভিভাবকসহ ছাত্র/ছাত্রী এতে অংশ নেয়। শিক্ষার মান উন্নত করে দেশ ও জাতীর কল্যানে বিশেষ ভুমিকা রাখার পরামর্শ গ্রদান করেন অতিথিগণ।

Spread the love