শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলা বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনায় কমিটি গঠন

ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলা উপজেলা বাল্যমুক্ত ঘোষনা করার লক্ষে উপজেলা প্রশাসনের কমিটি গঠন।

রোববার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউ এসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম ও ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দাপ্তরিক প্রধান, ডিমলা সদরের নিকাহ রেজিঃ কাজী, ডিমলা প্রেসকাবের সভাপতি,সম্পাদক ও ট্যাকনিক্যাল অফিসার উদায়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস’র শাহানাজ বেগম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়কে বাল্য মুক্ত ঘোষনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদারকে সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলামকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

Spread the love