শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডেঙ্গু নির্মুল করতে জনগনের সচেতনতার বিকল্প নেই -আবু ইবনে রজব

সাহেব, দিনাজপুর ॥ ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে জনগনের মধ্যে সচেতনতার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ মশক নিধন ঔষধ নিয়ে মাঠে নেমে পড়েছেন। শহরের ময়লা আবর্জনা, ড্রেন, বিভিন্ন মহল্লার বাড়ী ঘরে স্প্রের মাধ্যমে মশক নিধন ঔষুধ দিচ্ছেন। ২০ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার, পাহাড়পুর, বালুয়াডাঙ্গাসহ একাধিক এলাকায় এ অভিযান চালায় জেলা স্বেচ্ছাসেবকলীগ। ডেঙ্গু জ্বরে জনগন আতঙ্কিত। আতঙ্কিত হওয়ার কিছুই নেই উল্লেখ করে আবু ইবনে রজব বলেন, ইতিমধ্যেই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মশক নিধনের ঔষধ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নির্ণয় মেশিনসহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে। হাসপাতাল স্বাস্থ্য বিভাগসহ চিকিৎসকদের সতর্ক অবস্থায় রেখেছেন। এখন শুধু জনগনকে সচেতন হতে হবে। তাহলে দিনাজপুরে ডেঙ্গু আক্রমনের কোন সম্ভাবনা নেই। যে সব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সেসব রোগী ঢাকা থেকে আগত। ডেঙ্গু নির্মুলে ও ডেঙ্গুর আক্রমন থেকে রক্ষার জন্য জনগনের সচেতনতার বিকল্প নেই।

মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দীন, কোতয়ালী স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Spread the love