শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে অগ্নিকান্ডে তিন পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ৩টি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে।

সরেজমিনে জানা যায়, বুধবার(৫ই আগষ্ঠ) আনুমানিক রাত ১২টা ৩০মিনিটে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড হলহলিয়া উত্তরপাড়া গ্রামে মৃত আব্দুল মজিদের ছেলে হাচানুলের রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে নিমিসের মধ্যে তার ৩টি ঘর পুড়ে যায়। এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও দুই পরিবার মিলে মোট ৮টি ঘড় পুড়ে যায়। এতে ঘরে রক্ষিত সমস্ত মালামাল পুড়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আশরাফ আলীর ছেলে রবিউল হক ও মৃত ছলিমদ্দিনের ছেলে নজরুল ইসলাম সহ তিন জনের মোট ৮টি ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের লোক জন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডোমার দমকল বাহিনীর দলনেতা ফরহাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৮টি কাচা ঘর পুড়ে গেছে।এতে ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা।

Spread the love