শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সার্জেন্ট তহিদুল।

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আসছে আগামী ৫ই জানুয়ারী ৫র্ম দফায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম।সোমবার (৬ই ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাচন কমিশনার আব্দুর রহিমের হাতে এই মনোনয়ন পত্রটি জমা দিয়েছেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক গোলাম রব্বানী সহ ইউনিয়ন জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এবিষয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম প্রতিবেদকে জানিয়েছেন, গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি তবে দল থেকে যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে আমি আশাবাদী এবারের নির্বাচনে আমি বিজয়ী লাভ করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম ৯নং সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় ২নং ওয়ার্ডের মরহুম আব্দুল বাকী সরকারের পুত্র। গত নির্বাচনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে পরাজিত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক পদে দ্বায়িত্ব পালন করছেন।

Spread the love