শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে বোড়াগাড়ী হাটের ইজারাদারসহ ৭ জুয়াড়ীর এক মাসের জেল

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারী ডোমারে জুয়া খেলার অপরাধে বোড়াগাড়ী হাটের ইজারাদার সাইদার রহমানসহ ৭ জুয়ারীর প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বোড়াগাড়ী হাটের ইজারাদার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে সাইদার রহমান (৫৪), মটুকপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৫),আব্দুল কুদ্দুসের ছেলে মনছুর আলী (৪২),মৃত আব্বাস আলীর ছেলে আজিবুল হক (৪০), মৃত সফি উদ্দিনের ছেলে গোলাম হোসেন (৬০),আব্দুর জব্বারের ছেলে রবিন (৫০) ও বোড়াগাড়ী ইউনিয়নের মৃত লাল মোহাম্মদের ছেলে এনছান আলী(৬৫)। স্থানীয়রা জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোড়াগাড়ী হাটের ভোলানাথ বাবুর মিল থেকে জুয়া খেলার সময় ডোমার থানা পুলিশ তাদেরকে আটক করে। রাতেই পুলিশ আটককৃত জুয়ারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক মনোয়ার হোসেন প্রকাশ্যে জুয়া আইনে প্রত্যেককে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমান আদালতে ৭জনের দন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার তাদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। অপরদিকে শনিবার রাতে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের ডাক বাংলা সংলগ্ন এলাকা থেকে হেরোইন বিক্রির সময় ছোট রাউতা কাজীপাড়ার মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মজিদ (৫৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে আট পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ডোমার থানায় মামলা নম্বর-৮ দায়ের করা হয় এবং তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

Spread the love