বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে মৎস্যজীবী লীগের বার্ষিক সম্মেলনে রকি ইসলাম সভাপতি, সেলিম রেজা সম্পাদক

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ॥ “ঐক্য কর্ম প্রগতি, বাংলাদেশ মৎস্যজীবী লীগের মুলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মৎস্যজীবী লীগের বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রকি ইসলাম সভাপতি, সেলিম রেজা সম্পাদক ও শ্রী সুধান্য চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধায় পাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বার্ষিক সম্মেলন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাবিবুল ইসলাম (বাদশা আজিজ)। নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক দেওয়ান সাগর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নীলফামারী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রোকনুজ্জামান সরকার লেমন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান রানা সাধারন সম্পাদক উপজেলা মৎস্যজীবী লীগ, বিশেষ অতিথি আব্দুল মালেক সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও সভাপতি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ, এমদাদুল ইসলাম এনদা, চেয়ারম্যান ৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ, মকলেছার রহমান দুলাল সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পাঙ্গা মটুকপুর ইউনিয়ন, দেলোয়ার হোসেন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পাঙ্গা মটুকপুর ইউনিয়নু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রকি ইসলামকে সভাপতি, সেলিম রেজা সাধারন সম্পাদক ও শ্রী সুধান্য চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটির
নাম ঘোষনা করেন। উল্লেখ্য যে এই কমিটির মেয়াদ আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

Spread the love