শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে স্কুল ছাত্রী ধর্ষন, বিচারের দাবিতে মানববন্ধন

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারীর ডোমারে স্কুল ছাত্রী ধর্ষন, বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী।

সোমবার (১৩জানুয়ারী) দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়নের গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকার শত শত মানুষ এতে অংশ নেয়।

জানা যায়, উক্ত বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বামুনিয়া ইউনিয়নের মৌজা বামুনিয়া এলাকার কুতুবুল ইসলামের ছেলে রাসেল ইসলাম ছাত্রীর বাড়ীতে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে গেলে ধর্ষক রাসেল পালিয়ে যায়। এ বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে ডোমার থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে ৯/১ ধারায় মামলা নং- ০৮, তারিখ- ১০/০১/২০২০ দায়ের করে। দ্রুত ধর্ষক রাসেলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

বিশিষ্ট সার ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে সমাজ সেবক শাহাজান খন্দকার বুলু, আবু কালাম, উজ্জল প্রমূখ বক্তব্য রাখেন।

এ বিষয়ে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ প্রতিবেদককে জানান, ঘটনার বিষয়ে জেনেছি, আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী পলাতক রয়েছে, গ্রেফতারের চেষ্টা চলছে।

Spread the love