শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমার সরঃ বালিকা প্রাঃ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল তানহা।

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে জান্নাতুন তারেফীন তানহা একাই পিএসসি সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়েছে। তার বাবা পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের জোদ্বাতুল তারেফীন তারেক ও মাতা একলিমা আক্তার নিলা। শিশুকাল থেকে মেধাবী তানহা লেখা পড়ায় বেশ মনোযোগী ছিল। ২০১৯ সালে পিএসসি সমাপনি পরীক্ষায় সে মেধার স্বাক্ষর রাখে। তার বিদ্যালয়ে ৩১জন শিক্ষার্থীর মধ্যে সে একাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়। জান্নাতুন তারেফীন তানহা ভবিষ্যতে একজন আদর্শ বৈজ্ঞানিক হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্ন নিয়োগ করতে চান। তার মা নিলা তারেক ও বাবা জোদ্বাতুল তারেফীন তারেক তাদের সন্তানের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ বিষয়ে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোর্মা বেগম বলেন, তানহার ফলাফলে আমরা সন্তুষ্ট, আশা করছি তার এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love