বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় জাপার মহাসমাবেশ সফলের লক্ষ্যে দিনাজপুর জেলা জাপার আলোচনা সভা

আবু বকর সিদ্দিক  ॥ জাতীয় পার্টির ১৫ ফেব্রুয়ারী ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার বিকেলে দিনাজপুর জেলা জাপা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম (১), এ্যাড. নুরুল ইসলাম (৪), এ্যাড. মীর তৌহিদুল ইসলাম স্বপন, মোঃ সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. জুলফিকার হোসেন, এ্যাড. সুধীর চন্দ্র শীল, ডা. মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, ওয়াজেদ আলী মাস্টার, আলিম হাওলাদার, শেখ রাফু আহম্মেদ, জাহানুর রহমান, আছিউর রহমান, ইদ্রীস আলী ইদন, মমতেহাজ আহম্মেদ, নাছিম খান পিরু, আমিনুল ইসলাম মিলন, জেসমিন আরা, নুরে জুলফিকার দোলন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান বক্তা আহমেদ শফি রুবেল বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন এখনো সারাদেশে দৃশ্যমান রয়েছে। পরবর্তী সরকারগুলো শুধু গলাবাজি ও কাঁদা ছুড়াছুড়িতেই ব্যস্ত থেকেছে। দেশের উন্নয়ন খুব একটা করতে পারেনি। দেশের মানুষ এখন আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের দিকেই তাকিয়ে আছে। তাই দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পার্টির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ১৫ ফেব্র“য়ারী ঢাকার মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তাই তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

Spread the love