শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় স্মার্ট ব্রেইন উদ্বোধনী ও সাংকেতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ফরহাদ রহমান খোকন, দিনাজপুর ঃ ১৩ মার্চ ২০১৯ ইং তারিখে  বাংলাদেশ স্মার্ট ব্রেইন এর সিইও মোঃ মিরান হাসান-এর আয়োজনে ঢাকার বেগম রোকেয়া এভিনিউ এর বিপরীতে আগারগাঁও আইডিবি ভবন, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর এ সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্মার্ট ব্রেইন এর শুভ উদ্বোধনী ও সাংকেতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির উপাচার্য্য মহান মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মকবুল আহমেদ খান, এমএ (ইকন), পিএইচডি (মস্কো) পিডিএফ (ইউকে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ কনসালট্যান্ট লাবাদ বিশেষায়িত হাসপাতাল ও চেয়ারম্যান এবি ফাউন্ডেশনের প্রফেসর ড. এম. আমজাদ হোসেন এমবিবিএস, এমস (অর্থো), এওফেলো (জামানি), অর্থোপ্লাস্টি ও ট্রমা সার্জন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

স্মার্ট ব্রেইনের বিশেষত্ব * শিশুর বিশ্লেষণ ক্ষমা ও আত্ম বিশষ¦াস বৃদ্ধি পায় * যুক্তিপ্রবণ মানসিকতার বিকাশ ঘটে, * গণিতের প্রতি মনোযোগ সৃষ্টি ও উপলব্ধি ক্ষমতার বিকাশ ঘটে, * কল্পনা শক্তির বিস্তৃতি ঘটে, * স্মৃতি শক্তি বৃদ্ধি পায়, * সঠিক বিচার-বিচেনাবোধ তৈরি হয়, * শ্রেণিকক্ষের সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করা যায়, * দর্শন, শ্রবণ, স্পর্শ ও কল্পনা; এ ৪টি বোধশক্তি বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে।

Spread the love