বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতে দেয়াল ধসে নিহত ৯

ভারতের তামিলনাড়ু রাজ্যে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাতের মধ্যে এক গ্রামে একটি দেয়াল ধসে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ভারি বৃষ্টিপাতের চলাকালে কোয়িমবাতোর জেলার নাদুর গ্রামে দেয়াল ধসে পড়ার ঘটনাটি ঘটে।

ধসে পড়া ওই দেয়ালটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ১২ জন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৯ জনের মৃতদেহ বের করে এনেছে উদ্ধারকারীরা। বাকি ৩ জনেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাতে পর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। চেন্নাই, টুটিকোরিন, টিরুভাল্লুর ও কানচিপুরামে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া দফতর জানায়, কোমোরিনের কাছে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় এর প্রভাবে তামিল নাড়ুর উপকূলজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। গত কয়েকদিনে তামিল নাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত কয়েকটি ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি থাকার কথা জানিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

Spread the love