শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাহলে মানুষ সুচিকিৎসা পাবেন না-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডাক্তার আছে, যন্ত্রপাতি নেই। কিংবা যন্ত্রপাতি আছে, ডাক্তার নেই। তাহলে কিন্তু মানুষ হাসপাতালে সুচিকিৎসা পাবেন না।

দেশব্যাপী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে রবিবার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ‘কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ’শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে যারা কাজ করছেন, তারা রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে।’ এরসঙ্গে কমিউনিটিকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে পারলে আরও সুফল পাওয়া যাবে।’

স্বাস্ব্যসেবা বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন হাসপাতাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অর্থনীতির ডিজি ডা. আমিনুল হাসান, এডিজি ডা. নাসিমা খাতুন, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম ও মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

Spread the love