শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন সপ্তাহের বেশী কাশি যক্ষ্মার প্রধান লক্ষণ-ডাঃ সঞ্চিতা রাণী দাস

কাশি কুমার দাস, স্টাফ রিপোর্টার।। দিনাজপুর বক্ষব্যাধী ক্লিনিক এর মেডিকেল অফিসার ডাঃ সঞ্চিতা রাণী দাস বলেছেন বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধী যা প্রতি বছর বহু লোকের মৃত্যু ঘটায়। এটি একটি মারাত্মক সংক্রামক রোগ। যক্ষ্মা নিরাময়ের ক্ষেত্রে নিয়মিত ও পূর্ণ মেয়অদে চিকিৎসা সম্পন্ন করা দরকার। বীর মুক্তিযোদ্ধাদের যক্ষ্মা রোগ বিষয় সচেতন করতে পারলে এর রোগ প্রতিরোধের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। মনে রাখবেন তিন সপ্তাহের বেশী কাশি যক্ষ্মার প্রধান লক্ষণ।

গতকাল রোববার বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরী। যক্ষ্মা বিষয়ক আলোচনা করেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি মোঃ কাওছার উদ্দিন। মুক্তিযোদ্ধাদের পক্ষ আলোচনায় অংশ নেন মোঃ মহিউদ্দিন, মোঃ মোজাম্মেল হক, মোঃ জামাল উদ্দিন আহমেদ, হরিশ চন্দ্র রায় ও রশিদুর রহমান।

 

Spread the love