শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদীর বুকে মানববন্ধন

রংপুর প্রতিনিধি : বাসদ (মার্কসবাদী)র রংপুর জেলা শাখার উদ্যোগে কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর বুকে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ১৫ ফেব্রুয়ারী ২০১৯ মানবন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)র রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন তিস্তা নদী উত্তরবঙ্গের জীবনরেখা এই নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূ-প্রকৃতি, জীববৈচিত্র্য কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। হাজার হাজার জেলে পরিবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নদীতে সারা বছর মানুষ নৌকায় যাতায়াত করতে পারত যখন শুষ্ক মৌসুমেও নদীতে ১৪০০ কিউসেক পানি থাকত। কিন্তু সাম্রাজ্যবাদী ভারতের পানি আগ্রাসী নীতির কারনে তিস্তা নদী আজ মরা নদীতে পরিণত হয়েছে। বাংলাদেশের উজানে গজলডোবায় আন্তর্জাতিক নদী আইন অমান্য করে বাদ দিয়েছে ভারত। শুষ্ক মৌসুমে সেচের জন্য যখন পানি দরকার তখন তারা পানি আটকে রাখে আর বর্ষা মৌসুমে পানিতে ভাসিয়ে দেয়। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে আজও আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি। তিস্তাতে পানি না থাকায় উত্তরাঞ্চলের প্রাণ প্রকৃতি এবং কৃষি আজ অত্যন্ত ঝুকির মুখে পড়েছে। এই অঞ্চলকে বাঁচাতে সাধারণ মানুষের উদ্যোগে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

Spread the love