শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির ক্লাসে নিচ্ছেন ডিসি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট-রংপুর মহাসড়ক হয়ে নিয়মিত কাজে যাচ্ছিলেন ডিসি আবু জাফর। এ সময় হঠাৎ সদর উপজেলার মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে হাজির হন তিনি। রোববার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে প্রবেশের পর ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন বেশ কিছুক্ষণ। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ-খবরের পাশাপাশি নিলেন তাদের ক্লাস।

শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে ডিসিকে দেখে শিক্ষার্থীরা প্রথম দিকে ভয় পেলেও পরবর্তী আনন্দদায়ক পরিবেশে পাঠদান গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা ডিসির নানান প্রশ্নের উত্তর দেয়।

এ বিষয়ে অভিভাবকরা ডেইলি বাংলাদেশকে জানান, সরকারি কর্মকর্তারা বিদ্যালয়গুলোতে নিয়মিত পরিদর্শন করলে শিক্ষার মান অনেকাংশে বৃদ্ধি পাবে। ডিসি যে কাজ করেছেন তা অব্যাহত থাকলে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পাবে। আগাম না জানিয়ে হঠাৎ বিদ্যালয়গুলো পরিদর্শন করতে ডিসিসহ সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অভিভাবকরা।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিতু মনি জানায়, হঠাৎ করে ডিসি স্যার আমাদের ক্লাসে আসায় প্রথমে আমরা একটু ভয় পেয়েছিলাম। কিন্তু পরে স্যার যেভাবে আমাদের যেভাবে ক্লাস করালেন তাতে আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি।

মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম ডেইলি বাংলাদেশকে জানান, ডিসি হঠাৎ বিদ্যালয়ের প্রবেশ করেন। শ্রেণিকক্ষে পাঠানদানসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে বিদ্যালয়ের পরিদর্শন খাতায় স্বাক্ষরও করেন তিনি।

ডিসি মো. আবু জাফর জানান, ওই পথে যেতে হঠাৎ বিদ্যালয়টিতে প্রবেশ করে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠাদানের খোঁজ খবর নিয়েছি। ছোট-সোনামনিদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই তৃতীয়, চতুর্থ শ্রেণির ক্লাস নিয়েছি। ব্যস্ততা কম থাকলে ক্লাস নিতে বিদ্যালয়ে যেতে ইচ্ছে করে। তাই সুযোগ হলেই ক্লাসে যাই। যা আগামী দিনেও অব্যহত থাকবে।

Spread the love