শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তৃষ্ণার্ত নয়ন -প্রদীপ কুমার বর্মন

প্রিয়া,

বলেছি উজার করে হিয়া,

অনুরাগ, সেতো তোমার লাগিয়া ।

তুমি শুধাও আমায়,

কি এমন পঙতি আছে আমার !

যার কারনে আমি স্থিমিত ।

প্রতিত্তরে আমি বলি,

সোনার খাঁচা নাই মোর

তাই বলে কি সোনার ময়না

আমি রাখতে পারবোনা ।

তুমি বলবে, আমি চাইনা

সোনার পিঞ্জিরা ,

তুমিই আমার হিরা ।

আমি উজ্জিবিত হলাম

তোমার মধুরতায় ।

তুমি সাদরে গ্রহন করো

আদরের বহি – প্রকাশ ঘটাও,

আমি নিত্য মগড়ব থাকি

তোমার প্রতিটি পরশে,

দিবসে রজনীতে তার

প্রতিকী তে ।

ফাল্গুনে বৃষ্টির ডালে

দেখা দেয় নতুন পত্রপল্লব

তেমনি প্রতিটি ভোরে হে উর্বশী

তোমায় আমি দেখি আমার তৃষ্ণার্ত নয়নে ।

Spread the love