শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তেতুঁলিয়া সরকারী ভাবে গম সংগ্রহ অভিযান শুরু

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে তেতঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রেজাউল কমি শাহীন ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী.মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তেতঁলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ , স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রশীদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মহসিন আলী মন্ডল সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাব্লু ) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,উপজেলা জাপা সভাপতি মো. মোকলেছুর রহমান সহ কৃষকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মো. আব্দুল কাদেরজেলা খাদ্য নিয়ন্ত্রক, পঞ্চগড়। এবার অত্র উপজেলায় ১ হাজার ৫৫৫ মেট্রিক টন গম কৃষকদের নিকট থেকে প্রতি কেজি গম ২৮ টাকা দরে কেনা হবে। এ গম সংগ্রহ অভিযান ৩০ জুন পর্যন্ত চলবে।

Spread the love