শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তোমাকে স্মরণ করবে লাল সবুজের পতাকায়

(মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এম আব্দুর রহিমের স্মরণে)

                                             – কাশী কুমার দাস ঝন্টু

তুমি শুধু মাটি মানুষের নেতাই ছিলেনা

ছিলে দিনাজপুরে জেলার অভিভাবক।

তুমি মুক্তিযুদ্ধের সংগঠকই ছিলে না

ছিলে সংবিধান প্রণয়ন কমিটির একজন নেতা।

তুমি প্রথমে বলেছিলে বাংলাদেশ হবে

একটি অসাম্প্রদায়ীক সোনার বাংলা।

দিনাজপুরের মাটিতে লাল সবুজের পতাকা

উত্তোলনকারী প্রথম মানুষ ছিলে তুমি।

তোমায় দেখেছি, ভারতে মুক্তিযোদ্ধাদের

শিবিরে শিবিরে ছুটে বেড়াতে।

মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য যুবকদের তুমি

দিয়েছিলে প্রেরণা।

কখনো দেখেছি তোমাকে পুত্রহারা একজন

মায়ের পাশে শান্তনা দিতে।

দেখেছি স্বাধীন বাংলাদেশে ফিরে আসা

একজন বীরঙ্গনা বোনের পাশে।

তাদের নতুন করে বাঁচার যুদ্ধে

তোমাকে দেখেছি সেনাপতির ভূমিকায়।

ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা স্বাধীনতা

লড়াই সংগ্রামে তুমি ছিলে বঙ্গবন্ধুর একান্ত সহচর।

পূনর্ভবা আত্রাই গর্ভেশ্বরী বহমান নদীর স্রোতের

শব্দে দিনাজপুরের মানুষ তোমাকে স্মরণ করবে।

স্মরণ করবে উড়ন্ত লাল সবুজের পতাকার মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায়।

Spread the love