মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৌকীরের ‘হালদা’ যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

গত বছরের আলোচিত ছবির মধ্যে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ অন্যতম। অনেক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রদর্শনী হয়েছে।

তৌকীর আহমেদ তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেবর কসোভোতে ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল ‘দ্য গডেস অন দি থ্রোন’ প্রতিযোগিতায় অংশ নেবে ‘হালদা’। ৪ থেকে ১০ সেপ্টেম্বর রাশিয়ায় ১৪তম ‘কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব মুসলিম সিনেমা’র মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে ‘হালদা’। ৪ থেকে ১১ অক্টোবর ইতালিতে ২১তম ‘রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রতিযোগিতা করবে ‘হালদা’।

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘ছবিটির জন্য যাঁরা শুভকামনা জানাচ্ছেন, তাঁদের ধন্যবাদ। আন্তর্জাতিক উৎসবে ছবিটি সবার পছন্দ হলে ভালো লাগবে।’

এদিকে, আন্তর্জাতিক চলচ্চিত্রে হালদা তিনটি উৎসবে অংশগ্রহণ করায় তৌকীর আহমেদ হ্যাটট্রিক করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ‘হালদা’ চলচ্চিত্রের মার্কেটিং ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসববিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ। ছবিটির সাফল্যে বেশ উচ্ছ্বসিত বলে জানান তিনি।

বাংলাদেশের হয়ে ‘হালদা’ ছবিটি চলতি মাসে লন্ডনে ১৫তম রেইনবো চলচ্চিত্র উৎসব, দক্ষিণ কোরিয়ার সেউল বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। এ ছাড়া এবার অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে ‘হালদা’। বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদনা ও সেরা সংগীত—এ চারটি শাখায় পুরস্কার অর্জন করেছে ছবিটি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেও খ্যাতি অর্জন করেছেন তৌকীর আহমেদ। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ইত্যাদি। সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছিলেন তিনি। সার্কভুক্ত আট দেশের ১৬টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবিটি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘লগান’ খ্যাত অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশ থেকে সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, আফরোজা বানু প্রমুখ।

Spread the love