শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণনগর শিবপুর সৎসঙ্গ কেন্দ্রে ১৩২ তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মবার্ষিকী মহোৎসব পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপাজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষাণবাজার সংলগ্ন দক্ষিণ নগর-শিবপুর সৎসঙ্গ কেন্দ্রের আয়োজনে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্মবার্ষিকী মহোৎসব পালিত হয়। “ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত মহাপুরুষগণ একই বার্তাবাহী” শ্রী শ্রী অনুকুল ঠাকুর চন্দ্রের এই বানীকে সামনে রেখে জন্মবার্ষিকী মহোৎসবে সভাপতিত্ব করেন সহঃ প্রতি ঋত্বিক শ্রী নরেন্দ্রনাথ শীল। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রাক্তন শিক্ষক রবীন্দ্র নাথ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ্রী মনোরঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। ধর্ম বিষয়ক আলোচনা করেন সহ প্রতি ঋত্বিক মোহিনী কান্ত রায়, দীনেশ চন্দ্র শীল, দিনেশ চন্দ্র রায়, শ্রী সন্ধি রায়, ক্ষিতিশ চন্দ্র শীল, রাজেন চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সম্পাদক ডাঃ শৈলেন চন্দ্র রায়, শ্রী মহেন্দ্র নাথ রায়, মঙ্গল চন্দ্র রায়, ললিত রায়, বৈদ্য নাথ রায় বিন্টু। প্রধান অতিথি বলেন, অনুকুল ঠাকুর হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ এদের জন্য ধর্ম প্রচার করেন নাই। মানুষের জন্য তিনি ধর্ম প্রচার করে গেছেন।

Spread the love