শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার আলোচনায় প্রস্তাব উত্তর কোরিয়ার প্রত্যাখ্যান

north-south-koreaইন্টারন্যাশনাল ডেস্ক: কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর সদস্য দের আবারো পুনর্মিলন অনুষ্ঠান আয়োজনে আগামী সপ্তাহে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক প্রস্তাব বৃহস্পতিবার উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছে। সিউলের একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় একথা জানায়। দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া এবং উত্তর কোরিয়ার উপর্যুপরি রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্বস্তিকর আন্ত:সীমান্ত সম্পকের্র প্রেক্ষিতে সাম্প্রতিক সিউলের প্রস্তাবে পিয়ংইয়ং নেতিবাচক জবাব দিলো। একত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া জানিয়েছে যে ‘পারিবারিক পুনর্মিলন বিষয় নিয়ে আলোচনা করার মতো এখন পরিবেশ নেই।’কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তবর্তী অস্ত্রবিরতি গ্রাম পানমুনজমে আগামী ১২ মার্চ বৈঠকের প্রস্তাব দিয়ে সিউল বুধবার তাদের প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে একত্রীকরণ মন্ত্রণালয় কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর বেদনার কথা ইতিবাচকভাবে বিবেচনা করে এ ব্যাপারে দ্রুত উত্তর জানাতে পিয়ংইয়ংয়ের প্রতি আহবান জানিয়েছিল। উল্লেখ্য, গত ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পার্বত্য অঞ্চলের একটি অবকাশ কেন্দ্রে পুনর্মিলনের এক সপ্তাহ পর সিউলের পক্ষ থেকে তাদের মধ্যে আবারো পুনর্মিলনের এ উদ্যোগ নেয়া হয়েছিল।

Spread the love