শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দখলদার সরকারের কাছে জাতি আইনের শাসন আশা করে না

২০ দলীয় জোট নেতা জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন,  ‘বিদেশী মদদে ভোটারবিহীন নির্বাচনে দখলদার সরকারের কাছে জাতি আইনের শাসন আশা করে না। গণজাগরণ অথবা গণঅভ্যূথানের মাধ্যমেই এ অচল অবস্থার পরিবর্তন সম্ভব।’

গাজীপুর নগর জাগপা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ উন্নয়নের জোয়ারে ভাসলে বাংলার দুঃখী মানুষ সাগরে ভাসবে কেন? সাগরে ভাসা দুঃখী মানুষের কাহিনী এখন ইতিহাস। পঁচা গম, দুর্নীতি ও বেপরোয়া লুটপাটের মাধ্যমে ক্ষমতাধর টাউট-টেন্ডলদের ভাগ্যের পরিবর্তন হলেও বেকার যুবক, কৃষক, শ্রমিক ও দুঃখী মানুষের কপাল খোলেনি।’

নগর জাগপা সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাস্টার, জাগপার কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক দেওয়ান মো. রোকন উদ্দিন হাজারী এতে উপস্থিত ছিলেন।

Spread the love