বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দরিদ্র জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়-ইউএনও বিরল

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলার বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান বলেছেন দরিদ্র জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়। বিশেষ করে সরকারের একার পক্ষে আপনাদের সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। এনজিওরা আমাদের দেশের উন্নয়নের অংশিদার হিসেবে কাজ করছে। তাদের সহযোগিতায় সরকারের পাশাপাশি আপনাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। যারা এই উপকরণ পেলে ব্যবসাকে আরও উন্নতির দিয়ে নিয়ে যাবে। এছাড়া তিনি বাল্য বিবাহ এবং মাদকের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার থাকার আহবান জানান। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে গ্রাম উন্নয়ন প্রচেষ্টা দিনাজপুরের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ক্ষুদ্র ব্যবসা সহায়তা প্রদান প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্ট বেনিফিট এনালাইসিস প্রশিক্ষণ ও বিনামূল্যে উপকরন বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। গ্রাম উন্নয়ন প্রচেষ্টা দিনাজপুর এর নির্বাহী পরিচালক ফরিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হাসান। প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান ৬জন ক্ষুদ্র মুদি ব্যবসায়ীকে ১ বস্তা চাল, ১ বস্তা আটা, ১ বস্তা ডাল, ১০ কেজি সোয়াবিন তেল এবং ৬জন সবজী ব্যবসায়ীকে ৬টি বাইসাইকেল বিনামূল্যে প্রদান করেন।

Spread the love