শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘দাউদ ইব্রাহিমকে ধরবেন মোদি’

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ভারতের পলাতক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে ধরে ভারতে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রম্নতি দিয়েছেন ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। শনিবার গুজরাটি একটি সংবাদ চ্যানেলে এ প্রতিশ্রম্নতি দিয়েছেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আগের প্রশাসনগুলো দাউদকে ধরতে বড় ধরনের কোনো উদ্যোগ নেয়নি। ১৯৯৩ সালে মুম্বাইয়ে এক ধারাবাহিক বোমা হামলায় ২৫৭ জন নিহত হন। ওই হামলার প্রধান অভিযুক্ত দাউদ। তিনি ভারতের পলাতক শীর্ষ সন্ত্রাসী। ওই হামলার পর গ্রেপ্তার এড়াতে দাউদ দুবাইয়ে পালিয়ে যান। দাউদের অনুপস্থিতিতেই তার কয়েকজন সহযোগীসহ মুম্বাই বোমা হামলার জন্য তাকে অভিযুক্ত করা হয়। তিনি এখন দুবাই অথবা পাকিস্তানের করাচিতে বসবাস করছেন বলে প্রকাশিত বিভিন্ন খবরে দাবি করা হয়েছে। রোববার ভারতের ডিএনএ সংবাদপত্র বলেছে, মুম্বাই বোমা হামলার তদন্তকারী সাবেক পুলিশ কর্মকর্তার দৃঢ় মতামত হচ্ছে, দাউদকে অবশ্যই ভারতে ফিরিয়ে আনা দরকার। তিনি ডিএনএ’কে বলেছেন, ‘‘মোদি অসাধারণ ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষ। তিনি কোনো বিষয়ে পেছনে লেগে থাকতে পারেন। পাকিস্তান থেকে দাউদকে বের করে নিয়ে আসার জন্য শীর্ষ পর্যায়ে এ ধরনের লোকই দরকার।’’ ‘‘আমি বিজেপি’র সদস্য হিসেবে এটি বলছি না, বহু বছর ধরে সংগঠিত অপরাধী চক্র নিয়ে কাজ করার পেশাদারি অভিজ্ঞতা থেকেই আমি এ কথা বলছি। এটি কঠিন কোনো কাজ হবে না, ’’ বলেন তিনি। এই সংবাদপত্রের খবর অনুযায়ী, মুম্বাই পুলিশ দাউদকে খুন করার জন্য ভারতীয় পুলিশের পাঁচজন দক্ষ কর্মকর্তাকে জাল পাসপোর্টে করাচি পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তখন দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গোপন এই পরিকল্পনাটি আর বাস্তবায়ন করেনি।

Spread the love