মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দারিদ্রতা দূর করে সমৃদ্ধ দেশ গড়তে হবে: গণশিক্ষা মন্ত্রী

দারিদ্রতা দূর করে সমৃদ্ধ দেশ গড়তে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি আজ বুধবার (১৩ জুন) বেলা ১টায় উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগিদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন করে তালিকাভুক্ত ৮১৮ জন বয়স্ক, ৩০৯ জন বিধবা, স্বামী নিঃগৃহীতা ও ১৭৭ জন প্রতিবন্ধি নারী-পুরুষের মাঝে ভাতা প্রদানের কার্ড বিতরণ করেন।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানুল হক। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়মীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পার্বতীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মজিবুল হক প্রমুখ।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে নতুন তালিকাভূক্ত ১ হাজার ৩০৮ জনসহ উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ভাতাভোগির সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭১৫ জন। তবে নতুন তালিকাভুক্ত ১৩০৪জন এবছরের পুরো ভাতা এক সাথে উত্তোলন করতে পারবেন।

Spread the love