শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের আঞ্চলিক সড়ককে মহাসড়কে রূপান্তরের কাজ চলছে

দিনাজপুর প্রতিনিধিঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের অর্থায়নে দিনাজপুর-গোবিন্দেগঞ্জ মহাসড়কের ৯২ কিলোমিটার রাস্তা ৬ ফিট সংযোজন করে ২৪ ফিট করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ৪০ কিলোমিটার রাস্তার দরপত্র আহবান করা হয়েছে।

দিনাজপুর সড়ক ও জনপথ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় বর্তমান আঞ্চলিক মহাসড়কে ১৮ ফিট প্রশস্ত পাকারাস্তায় সমস্যা সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচলের সুবিধার্থে চলতি অর্থ বছরে এই আঞ্চলিক সড়কটি ৬ ফিট রাস্তা প্রশস্ত করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আঞ্চলিক সড়কে দিনাজপুর জেলার মধ্যে ৯২ কিলোমিটার রাস্তা পাকাকরণের লক্ষ্যে অনুমোদন করা হয়েছে। প্রাথমিকভাবে রাস্তা পাকাকরণের জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থে ৪০ কিলোমিটার রাস্তা ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়েছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছর জানুয়ারী মাস থেকে রাস্তা প্রশস্থের কাজ শুরু করা হবে। রাস্তাটি ২৪ ফিট প্রশস্ত হলে যানবাহন চলাচলে সুবিধা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে। অবশিষ্ট ১২ কিলোমিটার রাস্তা প্রশস্থের কাজ অর্থ বরাদ্দ সাপেক্ষেই চলতি অর্থ বছরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাস্তাটি প্রশস্ত হলে আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে রূপান্তরিত করারও প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

Spread the love