শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ঐতিহ্যবাহী মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এ প্রধান শিক্ষক হিসেবে মোঃ নিজামুল ইসলামের যোগদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৮ নভেম্বর শনিবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এ প্রধান শিক্ষক হিসেবে মোঃ নেজামুল ইসলাম যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর পৌরসভার মেয়র ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, সহকারী প্রধান মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক রবিউজ্জামান তপু, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ মশিউর রহমান, সাবেক ম্যানেজিং কমিটির মোঃ সালাউদ্দিন আহম্মেদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ মানিক মিয়া উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুলের) সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ আরজিনা নাহার। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) মোঃ আখতারুল ইসলাম রাঙ্গা, অফিস সহকারী মোঃ সালেহুর রহমান, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য রিয়াজ উদ্দিন। প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার মেয়রস ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ১৮৫৭ সালে স্থাপিত ঐতিহ্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। আমরা কোয়ান্টিটি চাই না, আমরা চাই কেয়ালিটি। নবাগত প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় হলে স্কুলের অগ্রগতি উন্নত হবে। আমরা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষয় ছাত্রদের শিক্ষিত করতে চাই। উল্লেখ্য দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রভাতী শাখায় সৃষ্ট পদে ১৯৯৮ সালে মোঃ নেজামুল ইসলাম যোগদান করেন। তিনি প্রায় ১৪ বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত থেকে দিনাজপুর উচ্চ বিদ্যালয়কে একটি মানসম্মত বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে বিশাল ভূমিকা রেখেছেন।

Spread the love