শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ঘোড়াঘাট ভর্নাপাড়াহাটে বাংলালিংক টাওয়ার স্থাপন গণ দাবী

মোঃ শফিকুল ইসলাম, ঘোড়াঘাট(দিনাজপুর)সংবাদদাতাঃ দিনাজপুর ঘোড়াঘাট ভর্নাপাড়াহাট এলাকায় বাংলালিংকের একটি  টাওয়ার স্থাপন গণ দাবীতে পরিণত হয়েছে। জানা গেছে,ভর্ণাপাড়া হাট থেকে পর্শ্চিমে সিংড়া ইউনিয়ন ৭ কিমিঃ, পূর্বে গাইবান্ধার পলাশবাড়ী ১২ কিমিঃ, উত্তরে পীর গঞ্জের চতরা হাট ৭ কিমিঃ, ও দক্ষিনে উপজেলা সদর ৮ কিমিঃ দুর্বতি এলাকায় বাংলালিংকের টাওয়ার স্থাপিত করা হয়েছে। এই কারনে অত্র এলকায় বাংলালিংকের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে বাংলালিংক সিম ব্যবহারকারীরা যোগাযোগ করতে হয়রানীর শিকার হচ্ছে। জানা গেছে, ভর্নাপাড়া এলাকায় ১টি উচ্চ বিদ্যালয়, ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি কমিউনিটি ক্লিনিক ১টি বি-ক্যাশ পয়েন্ট, ১টি ব্যবসায়ী ডিজিটাল সেন্টারসহ ্শতাধিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ্অবস্থিত। এছাড়াও এলাকার শিক্ষক/ শিক্ষিকা,উচ্চ শিক্ষিত,ছাত্র ছাত্রী,সাংবাদিক,সাহিত্যিক, বিশিষ্ট ব্যবসায়ী,ডাক্তার সহ প্রায় ৫ সহস্রাধিক মানুষ নিয়মিত ইন্টানেট সেবা ভোগ ও ব্যবহার করে থাকেন। প্রয়োজনীয় নেটওয়ার্কের অভাবে দিবা-রাত্রী ৮/১০ হাজার ব্যক্তি ইন্টারনেট সেবা/গ্রহিতারা ঘন্টার পর ঘন্টা ধরে সময় ক্ষ্যাপনের হয়রানী ভোগ করে। এছাড়াও বাংলা লিংক এ নেটওয়ার্কের অভাবে মোবাইল ফোন সহ উপরোল্লি¬খিত সেবা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমও চরমভাবে ব্যহত হয়ে থাকে। ভর্নাপাড়াহাটে  বাংলালিংকের ১টি নেটওয়ার্ক স্থাপনের উপযোগী অবকাঠামো বর্তমান। এখানে টাওয়ার নির্মাণের প্রয়োজনীয় জায়গা দেয়ার জন্য ১জন প্রস্তুত আছেন। বাংলালিংক এর নেটওয়ার্ক সম্প্রসারিত করণের মাধ্যমে এলাকার ৮/১০ সহস্রাধিক মানুষের ইন্টারনেট ব্যবহার/সুবিধা দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বিষয়টির প্রতি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কাম্য।

Spread the love