মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা এবং স্বাস্থ্য কমপে­ক্সের নবনির্মিত ভবন উদ্বোধন৷

মোরশেদ-উল-আলম, িচরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের চিরিরবন্দরে

৪ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে৷

গতকাল শনিবার সকাল ১১টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন৷ এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলসহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷এছাড়াও মন্ত্রী ১০ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতকরন কাজের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন ও ১ কোটি টাকা ব্যয়ে ১৬ টি গ্রামে ৭৫৭ টি বাড়ীতে ১০ কিলোমিটার বিদ্যুত লাইনের উদ্বোধন করেন৷ এসময় দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এমদাদুল হক, দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদসহ কর্মরত সকল ডাক্তার, নার্স এবং উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন ৷

Spread the love