বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের জাসদের উদ্যোগে শহীদ কর্ণেল আবু তাহের বীরোত্তমে ৪২তম তাহের হত্যা দিবস পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২১ জুলাই শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্তিক দল (জাসদ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত শহীদ কর্ণেল আবু তাহের বীরোত্তম হত্যার ৪২তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পাকিস্তানী পন্থি জঙ্গীবাদ-অশান্তি রাজনীতি রুখে দাঁড়াও উন্নয়ন শান্তি পথে মুক্তিযুদ্ধে বাংলাদেশ গড়ো” -এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদুল্লাহ। শহীদ কর্ণেল আবু তাহের এর ৪২তম তাহের দিবস উপল্েক্ষ আলোচনা করেন হলিল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা সুলতান কামাল উদ্দিন বাচ্চু, পার্বতীপুর পৌর জাসদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শহর জাসদের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জাসদ ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন, নারী জোটের সভাপতি এলমা লতিফ শিল্পী, শহর নারী জোটের সাধারণ সম্পাদক সুবর্ণা সরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসদের দপ্তর সম্পাদক এ্যাড. ইন্দ্রোজিৎ রায় অনিক। বক্তারা বলেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় কর্ণের তাহের বাঙ্গালীর হৃদয় হৃদয়ে থাকবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে শহীদ কর্ণেল আবু তাহেরকে মূল্যায়ণ করতে হবে। জঙ্গীবাদ-সন্ত্রাস বাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাসদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কর্ণেল তাহেরের ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেয়ার প্রয়োজন। তিনি সামরিক বাহিনীতে থেকেও সমাজাতিন্ত্রক স্বপ্ন দেখে গেছেন। তাকে আমরা চিরদিন স্মারণ করবো। সেই সাথে শহীদ কর্ণেল আবু তাহের বীরোত্তম সহ শত শত অফিসার-সিপাহী হত্যা, ক্যান্টনমেন্টগুলিকে কসাই খানা বানানো সহ জিয়ার সকল রাজনৈতিক দুঃষ্ককর্মের তদন্ত শ্বেতপত্র প্রকাশ বিচারের জন্য কমিশন গঠন করতে হবে।

Spread the love