শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে বায়োচার ব্যবহার করে ধান রোপন

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামেরমৃত তোরাব আলীর ছেলে মোঃ মুক্তার আলী পরীক্ষা মূলক ভাবে ৪ শতাংশ জমিতে হাইব্রিড পারটেক্স-৬ ধান রোপন করেন। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তার হোসেন জানান, উপজেলার সিসিডিবি অফিসের মাধ্যমে জানতে পারি যে আখা থেকে বায়োচার উৎপাদন করে কৃষকেরা কৃষি জমিতে ব্যবহার করছে। আমি আরো জানতে পারি যে, বায়োচার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, পানির ধারন ক্ষমতা বৃদ্ধি পায়, মাটিতে অবস্থান কারি ছোট ছোট অনুজিব গুলোকে সক্রিয় করে তোলে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কম লাগে।এ ব্যাপারে তিনি আরো বলেন, বায়োচার শুধু মাত্র জমিতে পরিমান মতো একবার প্রয়োগ করতে হয় বার বার প্রয়োগের প্রয়োজন হয় না।

Spread the love