শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে প্রশিক্ষণ

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর):গত কাল রোববার দিনাজপুরের নবাবগঞ্জে রাজস্ব খাতের বরাদ্দ থেকে মনোসেক্স তেলাপিয়া মাছ আধুনিক প্রযুক্তিতে ও গুণগত মানসম্পন্ন রপ্তানি যোগ্য করে তুলতে দিনব্যাপী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কার্যালয়ের ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ মেজবাহুল হক। এছাড়া দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক, সিনিয়র সহকারি পরিচালক দিনাজপুর কাজী আব্দুল লতিফ। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম জানান, প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেয়া বিনোদনগর ইউনিয়নের সোহেল রানা জানান, এ প্রশিক্ষণের কারণে মৎস্য চাষীরা মনোসেক্স তেলাপিয়া চাষে আগ্রহী হয়ে উঠবে।

Spread the love