মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের নাট্য কর্মীদের এগিয়ে নিতে বেশী বেশী ভোট করুন

জিন্নাত হোসেন : দিনাজপুরের চাউল ও বেদানা লিচু যেমন সারাদেশে বিখ্যাত তেমনি আমাদের নাট্য যোদ্ধারা যেন সারাদেশে বিজ্ঞাত হয় তাই সকলের ভোট নাট্য দলটির একান্ত প্রয়োজন।

বাংলাদেশের সর্ববৃহত নাটকের রিয়েলিটি শো চলছে এটিএন বাংলার পর্দায়। এই যুদ্ধে রয়েছে দিনাজপুরের নাট্য যোদ্ধারা। দিনাজপুর জোলার একঝাক নতুন নাট্য শিল্পীদের সামনে দেখতে চাইলে সকলেই বেশি বেশি এদেরকে ভোট করুন। ভোট করতে এস এম এস করুন। এনজে (ঘঔ) স্পেস ৬২ (৬২) লিখে পাঠিয়ে দিন ২০১০ (২০১০) এই নম্বরে। যত খুশি ততবার।

দিনাজপুরের নাট্য যোদ্ধারা হলেন আমাদের থিয়েটারের নাট্য কর্মী হারুন-উর-রশিদ, নাট্য কর্মী আসাদ, দিনাজপুরের নাট্য কর্মী লিজা, মৌনতা, চিরিরবন্দর উপজেলার নাট্য কর্মী হিমেল, ফুলবাড়ী উপজেলার নাট্য কর্মী শিমুল, সেতাবগঞ্জ উপজেলার নাট্য কর্মী প্রিয়া, দুলাল কর্মকার, দিনাজপুর নাট্য সমিতির নাট্য কর্মী রেনু, ঘোড়াঘাট উপজেলার নাট্য কর্মী আবু সায়াদ, খানাসামা উপজেলা নাট্য কর্মী রাসেদ। সেতাবগঞ্জ উপজেলার নাট্য নির্মাতা ও পরিচালক দিপংকর দীপন।

Spread the love