শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বিভিন্ন জায়গায় হাতি দিয়ে চাঁদাবাজি

এম এ মোমেন (খানসামা) দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর শহর এবং বেশ কিছু উপজেলায় অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজির দৃশ্যৃ দেখা যায়। শহরের বিভিন্ন দোকানে হাতি দিয়ে ভয় দেখিয়ে প্রতিটি দোকান থেকে ১০/২০ টাকা করে চাঁদা তোলার দৃশ্য দেখা যায়। হাতিকে দেখে অনেক দোকানদারই ভয়ে টাকা দিতে বাধ্য হয়। আবার বেশ কিছু উপজেলায়ও দেখা যায় এমন দৃশ্য ! দোকানের সামনে গিয়ে হাতির মালিক হাতিকে দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। প্রতিটি দোকান থেকে টাকা তুললে গড়ে একজন হাতির মালিক বেশ কয়েক হাজার টাকা হাতি দিয়ে হাতিয়ে নেয় বলেও জানা যায়। হাতির শুড় দোকানের সামনে বাড়িয়ে দিলে অনেক দোকানদার ভয়ে দোকান থেকে ১০/২০ টাকার নোট বের করে দিতে বাধ্য হয়। হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়েছেন অনেকেই। সাধারণ মানুষ যদিও হাতি দেখার জন্য ছুটে আসেন তথাপিও রাস্তা ঘাটে গাড়ি থামিয়ে চাঁদা তোলার দৃশ্য চোখে পড়ে।দিনাজপুর থেকে রানীরবন্দ হয়ে খানসামা সড়কে সরেজমিনে দেখা যায়, রাস্তার মধ্যে চলন্ত মোটরসাইকেল,অটো ভ্যান কিংবা বড় বড় যানবাহন থামিয়ে টাকা নিতে দেখা যায়। এসব সাধারণ মানুষ হাতিকে সামনে দেখে ভয়ে টাকা দিতে বাধ্য হয় বলেও জানান অনেকেই। প্রাণী দিয়ে এসব চাঁদাবাজি বন্ধ হোক এটাই দাবী করেছেন একাধিক ভুক্তভোগী।

Spread the love