শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বিরামপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালতে মামলা

মাহবুব হোসেন : দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারীটোলা দ্বি-মুখী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী নৈশ্য প্রহরী নিয়োগের অর্থআত্নসাত ও অনিয়োমের বিষয়ে মাদ্রাসার সুপারের বিরম্নদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলার বাদী মাদ্রাসার সাবেক নৈশ্যপ্রহরী মৃত. জাবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন জানান, ২০০৯ সালে (সাবেক নৈশ্যপ্রহরী) আমার পিতা মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার কমিটি ও সুপার শাহাজান আমাকে মৌখিক ভাবে নৈশ্য প্রহরী হিসেবে নিয়োগ প্রদান করেন। সেই থেকে উক্ত পদে নিষ্টার সাথে কাজ কওে আসছি।

নৈশ্যপ্রহরী পদে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পর মাদ্রাসার সুপার আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করবেন মর্মে মাদ্রাসার উন্নয়ন ফার্ন্ডের কথা বলে ৪ লক্ষ ১০ হাজার টাকা নগদে গ্রহন করেন।

কিন্তু তিনি ৫ লক্ষ টাকার বিনিময়ে নৈশ্য প্রহরী পদে রায়হানকে নামের অন্যজনকে নিয়োগ দেন।

টাকা ফেরৎ না পেয়ে জয়নাল আবেদীন বাদি হয়ে ৪লক্ষ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর আদালতে মামলা দায়ের করেছেন।

উক্ত মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিরামপুর যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দিন মাদ্রাসা অফিস রুমে তদন্তে এলে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হৈচৈ পড়ে যায়।

মাদ্রাসার সহকারী শিক্ষক আঃ রশীদ, মাদ্রাসার দাতা সদস্য মাহবুর রহমান, স্থানীয় বাসিন্দা আবেদ আলী, আমিন ও আশরাফ আলী সহ আরো অনেকেই সুপার শাহাজানের প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য বলে জানান।

এ বিষয়ে মাদ্রাসার সুপার শাহাজান সাংবাদিকদের জানান, অর্থ আত্মসাতের বিষয়টি সত্য নয়।

মামলার তদন্ত কর্মকর্তা জামিল উদ্দিন জানান, মামলা তদন্ত চলছে তবে এবিষয়ে এখনো কিছুই বলা যাবে না। এলাকার সর্ব স্তরের সচেতন মহল, অর্থ আত্মসাত ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত সুপারের দৃষ্টমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the love