শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বীরগঞ্জে এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টর প্রদর্শনী

এএইচ এম রফিকুল ইসলাম জুয়েল, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে লিটল-নিলয় গ্রুপের আমদানীকৃত ভারতীয় এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টর প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার বিকেল ৫টায় উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী বাবুলের ইট ভাটা এলাকায় এ প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

দিনাজপুর বণিক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহম্মেদ লিটন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টর কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট রাজেশ কুমার, লিটল-নিলয় গ্রুপের চিফ অব বিজনেস ট্রাক্টর ডিভিশনের প্রধান খান মোঃ নজরুল ইসলাম, এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টর দিনাজপুর বিক্রয় প্রতিনিধি এবং চৌধুরী ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ আবু তাহের বুলু৷

এ সময় প্রধান অতিথি বলেন, দিনাজপুর কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত৷ তাই এই এলাকার কৃষকেরা যেন সহজে কৃষি কাজে ব্যবহৃত মানসন্মত যন্ত্র চালিত ইঞ্জিন বিষয়ে অবহিত হতে পারে একারণে আমরা এই মাঠে প্রদর্শনীর আয়োজন করেছি৷ আমাদের কোম্পানী অনেক পন্য আমদানী করে থাকে৷ কিন্তু আমাদের দেশ কৃষি নির্ভর দেশ৷ তাই আমরা সেই চিন্তুা মাথায় রেখেছি এই অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টর আমদানী করেছি৷ এই ট্রাক্টর ব্যবহারে এই এলাকার পরিবেশ এবং কৃষি কাজে সহায়ক হিসেবে কাজ করবে৷

অনুষ্ঠানে ব্যবসায়ী, ট্রাক্টর মালিক, সাংবাদিক ও ট্রাক্টর চালকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিথত ছিলেন৷

Spread the love