শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: গতকাল ২৬ জানুয়ারী বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে হেলথ্ এলায়েন্স অব বাংলাদেশ (হ্যাব) আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের ব্যবস্থপনায় দিনাজপুর সদর উপজেলার কিষানবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে সিডিসি কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আনোয়ার শাহদাৎ। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুর আলম, জোস্না রায়। এসময় উপস্থিত ছিলেন সিডিসির ডিআরআইএফ শৈলেন চন্দ্র রায়, মনিটরিং অফিসার সতেন্দ্র নাথ রায়, প্রোগ্রাম অফিসার মোঃ আইয়ুব আলী ও সিএম মুক্তি কুজুর। বক্তারা বলেন কুষ্ঠ রোগ জীবাণু দ্বারা হয়। শতকরা ৯৯ জনের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কুষ্ঠরোগ হয় না। ঔষধ খাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কুষ্ঠ রোগের জীবারণুর সংক্রামণতা নষ্ট হয়। বিনামূল্যে সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কুষ্ঠরোগের ঔষধ পাওয়া যায়। কুষ্ঠ রোগ চেনার উপায়- শরীরে অনুভূতিহীন ফ্যাকাশে বা লালচে দাগ, মুখমন্ডল শরীরের দীর্ঘস্থায়ী দানা বা গুটি,কানের লতি মোটা হওয়া, ব্যাথাহীন ফোস্কা পড়া কিংবা ঘা হওয়া, প্রান্তিক স্নায়ু মোটা হওয়া। মনে রাখবেন আমাদের লক্ষ্যঃ কুষ্ঠ মুক্ত একটি পৃথিবী গড়া।

Spread the love