শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের মেডিকেল টেকনোলজিষ্টদের উদ্যোগে ৩ দফা দাবীতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম ফুলাল ॥ চাকুরি ক্ষেত্রে দশম গ্রেড প্রদান ও বাস্তবায়ন, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড বাস্তবায়ন এবং স্থগিতকৃত নিয়োগ চালুকরণের ৩ দফা দাবীতে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট (চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদ ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন দিনাজপুর শাখা। রোববার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএমটিপি’র সভাপতি মোঃ তানভীর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, সদস্য মোঃ দুলাল হোসেন, মোঃ ডামিউল ইসলাম নাহিদ, মোঃ মামুন, কনেল চন্দ্র রায়, ফরহাদ হোসেন প্রমূখ।

এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিষ্টরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এসডিজি লক্ষ্য পূরণ এবং এমডিজি বাস্তবায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহারসহ রোগ নির্ণয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরপরও আমাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমাদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নে শুধুই কালক্ষেপন হচ্ছে। আমরা আশা করি- শান্তিপূর্ণ এসব কর্মসূচীর মাধ্যমেই আমাদের সকল দাবী মেনে নিয়ে এ খাতে শৃংখলা ফিরিয়ে আনা হবে। বক্তারা আরো বলেন,  আগামী ৩১ জানুয়ারীর মধ্যে দাবী ৩টি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। পরে নেতৃবৃন্দ দিনাজপুর সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ৩ দফা দাবীর যোক্তিকতা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

Spread the love