শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের শিল্পীরা গানে গানে মাতালেন শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ

বেলাল উদ্দিন, দিনাজপুর ॥ ঈদ উল আজহা ও শারদীয় দূর্গা পুজা উপলক্ষে গতকাল রাত সাড়ে ৮টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সঙ্গীতা অনুষ্ঠান ‘সন্ধ্যার ছায়া’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে দিনাজপুরের শিল্পীবৃন্দ। বিশিষ্ট বেতার শিল্পী প্রভাষক হাসান আলী শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেতার ও টেলিভিশনের গীতিকার আখতারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসিফ-উদ-দৌলা। কণ্ঠ শিল্পী প্রভাষক হাসিনা আ্ক্তার ও কোহিনুর বেগম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের নিয়ে শুরু হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। কণ্ঠ শিল্পী বিনা রায় ও কণ্ঠ শিল্পী প্রশান্ত কুমার, হাসান আলী শাহসহ অন্যান্য শিল্পীদের গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। বিশেষ করে নতুন কণ্ঠে পুরাতন দিনের গান অনুষ্ঠানকে আরো মাতিয়ে তোলে, জোগ হয় নতুন মাত্রার। দর্শক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কণ্ঠ শিল্পী মিজানের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কবি মামুনুর রশীদ জুয়েল।

Spread the love