শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক মেলা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি চড়ক মেলা এবারো পূজা অর্চনা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো।
সনাতন পঞ্জিকা অনুযায়ী বাংলা বছরের শেষ দিন হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তির দিনে শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর দূগা মন্ডপ সংলগ্ন চড়ক মাঠে প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হলো চড়ক মেলা। এই মেলায় চড়ক ঘুরানো, পূজা অর্চনাসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। চড়ক মেলা কমিটির সভাপতি অজিদ অধিকারী, সহ-সভাপতি ননী গোপাল রায়, সম্পাদক নির্মল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়, সদস্য মন মোহন, জ্ঞানেন্দ্র, ফাল্গুন, সুবোধ চন্দ্র, যুগোল, প্রিয়নাথ, যতীন্দ্র নাথ, পরিমল ও আঠা রায় জানায় চড়ক মেলায় চড়ক মাঠে একজন ভক্তের পিঠে লোহার বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো হয়। এই চড়ক ঘুরানো দেখতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্য ধমাবলম্বির হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। চড়ক মেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাজ কুমার বলেন, বাঙালি ঐতিহ্য ও হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ধর্মীয় মেলাকে সংরক্ষন ও জাতীয় অনুষ্ঠানের মর্যাদা দিতে সরকারের সহযোগীতা ও পৃষ্টপোষকতা আমরা কামনা করছি। স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সদস্য মিহির কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাধেশ চন্দ্র রায়। এসময় প্রধান অতিথি ডাঃ রাজ কুমারের সহধর্মীনি সহ এলাকার হাজার হাজার মানুষ চড়ক মেলার চড়ক ঘুরানো দর্শন করে।

Spread the love