বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের সুন্দরবন ইউনিয়নে অতি দরিদ্র জনগণের সরকারি সেবা প্রাপ্তিতে আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন, পল¬ীশ্রী ও পামডো’র বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের নিয়ে আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা প্রোগ্রাম অফিসার বাবুল ইসলাম, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা এ্যাপেক্সবর্ডির সাধারণ সম্পাদক মোঃ নজরুর ইসলাম। বিষয়বস্তু নিয়ে স্বাগত বক্তব্য রাখেন পল¬ীশ্রী’র ইভিপিআরএ প্রকল্পের মনিটরিং অফিসার এ.কে.এম তারিকুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এসডিসিএস এস এম মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পল¬ীশ্রী’র সিডিএস হাবিবুর রহমান জনি, দূর্গা পদ অধিকারী মুনিরা পারভীন, আঞ্জুমান আরা। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় বলেন, এই প্রকল্পের আওতায় উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। হত-দরিদ্র জনগোষ্ঠী’র সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি কর্মসূচীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সচেতন করতে পারলে উপকারভোগীরা কখনো বঞ্চিত হবে না। আগামীতে ইউনিয়ন পরিষদের বাজেটে’র মাধ্যমে ইভিডিআরএ প্রকল্পের আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা নিয়মিত ইউনিয়ন পরিষদে বাস্তবায় করা হবে।

Spread the love