শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদযাপন হতে যাচ্ছে

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ অদ্য ১৯ নভেম্বর মঙ্গলবার হতে ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০১৯ উদযাপন করা হবে। অদ্য সকাল ১০ টায় বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দিনাজপুর সদর নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিজ্ঞান মেলার আহবায়ক বুনু বিশ্বাস। তিন দিন ব্যাপী উক্ত বিজ্ঞান মেলায় অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন এর উপস্থাপনায় এবং বিজ্ঞান মেলার আহবায়ক বুনু বিশ্বাস, সদস্য সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম এর নির্দেশনায় দিনাজপুরের ১৫টি প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রজেক্ট উপস্থাপন করা হবে। এছাড়াও ২০ নভেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কুইজ প্রতিযোগিতা ও ২১ নভেম্বর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এ সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিন দিন ব্যাপী এ সকল শিক্ষা ও উদ্ভাবন বিষয়ক অনুষ্ঠান এবং এ সকল প্রজেক্ট পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের আগামীর সম্ভাবনার কিছু দিক নির্দেশনা খুঁজে পাবে তাই তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা চলাকালীন সময়ে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিদর্শন করার জন্য জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস আমন্ত্রণ জানিয়েছেন।

Spread the love