শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে অনাবাসিক ভারোত্তোলনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্টান

Dinajpur Sportsদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুররে ভারোত্তোলনের ঐতিহ্য রয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। ভারোত্তোলন খেলোয়াড়দের জন্য আরো আধুনিক প্রশিক্ষন প্রয়োজন রয়েছে। আমরা দিনাজপুরে আরো প্রশিক্ষনের ব্যবস্থা করছি। নতুন প্রজন্মকে বিভিন্ন খেলায় আরো বেশী করে সম্পৃক্ত করতে পারলে অবক্ষয়মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর মর্ডান বডি বিল্ডিং ক্লাব চত্বরে জাতীয় ক্রীড়া পরিষদ এর ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এর সহযোগিতায় ১৫ দিন ব্যাপী অনুর্দ্ধ ১৮ বৎসর অনাবাসিক ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

মর্ডান বডি বিল্ডিং ক্লাবের পরিচালক সৈয়দ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের কোচ মোঃ মোতালেব বুলু। এসময় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জাহিদী পারভেন অপূর্ব, সদস্য আনিস হোসেন দুলাল, মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন বডি বিল্ডং ক্লাবের সদস্য মোঃ শাহীন ও মুরাদ।

Spread the love