শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তাদের মূল্যায়ন করা উচিৎ। নতুন প্রজন্মের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন অবসরপাপ্রাপ্ত কর্মচারীদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার তাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক।

১৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত অস্বচ্ছল সদস্যদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপা রানী সরকার, মোঃ শাহানুর রহমান। সমিতির সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সদস্য শাহাদৎ হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম সভা শেষে ১০৭ জন সদস্যের মাঝে শিক্ষা অনুদান, বিবাহ অনুদান, চিকিৎসা অনুদান, এককালীন অনুদান হিসেবে ৩ লাখ ৫৭ হাজার ১শত টাকা বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ১০০ জন সদস্যকে কম্বল প্রদান করেন। কম্বল বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরও মোঃ মোখলেছুর রহমান।

Spread the love