শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৭ বছরের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে আব্দুল হাকিম (৪৮) নামে একজনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ মে) বিকাল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আনোয়ারুল হক এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হাকিম ঘোড়াঘাট উপজেলার চাটশাল পশ্চিমপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে ঘোড়াঘাটের চাটশাল গ্রাম থেকে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় আব্দুল হাকিমকে আটক করে র‍্যাব। এসময় দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ নিয়ে র‌্যাবের পুলিশ পরিদর্শক (শহর ও যান) একেএম মনিরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরিদর্শক রবিউল ইসলাম আরও জানান, এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ আব্দুল হাকিমকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মাহমুদুর রহমান বাবলু ও আতাউর রহমান এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন রবিউল ইসলাম-২।

Spread the love