শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হল

জিন্নাত হোসেন ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্র“যারী মঙ্গলবার দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কালীন সময়ে গিয়ে দেখা যায় যে প্রকৃত নির্বাচনের মত ছাত্র-ছাত্রীদের মধ্যথেকে কেউ হয়েছেন নির্বাচন কমিশনার, কেউ প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, ভলেন্টিয়ার, কেউবা নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থীরা তাদের স্বহস্তে লেখা কাগজ দেওয়ালে লাগিয়ে দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। ছাত্র-ছাত্রীরা ব্যালটের মাধ্যমে তাদের পচ্ছন্দমত প্রার্থীদের ভোট দিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক সেতারা বেগম জানান, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে আমরা শিকরা শুধুমাত্র পর্যবেন করছি। মূলত ছাত্র-ছাত্রীরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, শিশুদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও দেশাত্ববোধ সৃষ্টির লে প্রাথমিক শিা জীবনে শিশুদের মেধা বিকাশের জন্যই এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। কাউন্সিল নির্বাচন-২০১৫ নির্বাচন পঞ্চম শ্রেণীর ছাত্র সিয়াব হোসেন নির্বাচন কমিশনার, পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ ইমামা এবং পঞ্চম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণীর ছাত্র সিয়াব হোসেন জানান,   তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রতিটি শ্রেণীর ৪ জন করে ১২ জন প্রার্থী প্রতিন্দ্বন্ধিতায় অংশগ্রহণ করেছে। ১২ জনের মধ্যে ভোটারদের ভোটের মাধ্যমে ৭ জন নির্বাচিত হবেন। একজন ভোটার সর্বচ্চ ৭টি ভোট দিতে পারবে। তন্মধ্যে প্রতি শ্রেণীতি ২টি করে এবং যে কোন ১টি শ্রেণীতে সর্বচ্চ ৩টি ভোট দিতে হবে। প্রতিটি শ্রেণী থেকে দু জন করে ৩টি শ্রেণী থেকে ৬জন নির্বাচিত হবেন এবং বিজিত প্রার্থীদের মধ্য থেকে সর্বচ্চ ভোট পেয়ে ১জন নির্বাচিত হবেন। নির্বাচিত সদস্যদের মধ্যে ১জন চেয়ারম্যান হবে এবং বাকি সদস্যরা বিদ্যালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কালিন সময়ে ১০৪জন ভোটারের মধ্যে ৮১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণণা কার্যক্রম চলছিল।

Spread the love