শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুরে গ্রাম প্রতিরক্ষাবাহীনীর কর্মদক্ষতা ও নিজেকে আত্ননির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৭০ দিন ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ১৪ জানুয়ারি অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১১ বিএন ও দিনাজপুর জেলা কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারি কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া, মর্জিনা বেগম প্রমূখ।

এই আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধিন্থ ৭০ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ওয়েল্ডিং ফোর জি, অটোমেকানিক্স, ইলেকট্রিক্যাল, হাউজওয়্যারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এবং কম্পিউটার বিষয়ে ১৩১ জন প্রশিক্ষণ গ্রহণ করবে।

Spread the love